১৪ জুলাই, ২০২৩

যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা পৌঁছেছে ইউক্রেনে

গত শপ্তাহে ক্লাস্টার বোমা ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই ক্লাস্টার বোমা রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

ঘোষণার ছয়দিনের মধ্যে ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বিষয়টি ক্লাস্টার বোমা ইউক্রেনে পৌঁছানোর কথা জানিয়েছে।

জুন থেকে ইউক্রেনে দখলকৃত স্থান থেকে রুশ সেনাদের সরিয়ে দিতে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। তবে এ অভিযান প্রত্যাশা অনুযায়ী হয়নি।

ইউক্রের হামলার আগেই দখলকরা অঞ্চলগুলোতে শক্তিশালী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলেন রুশ সেনারা।

যুক্তরাষ্ট্র বলছে, রুশ সেনাদের এই প্রতিরোধ ভাঙ্গার এখন সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে ক্লাস্টার বোমা।

তবে ক্লাস্টার বোমার ব্যবহার পৃথিবীর ১২০টি দেশে নিষিদ্ধ রয়েছে। কারণ বোমাটি বেসামরিক মানুষের জন্য বিপদের কারণ হতে পারে।

মূলত ক্লাস্টার বোমা রকেটসদৃশ্য একটি কাঠামোর ভেতর থাকে। এটি একসাথে একাধিক স্থ্রানে আঘাত হানতে পারে।

তাছাড়া বোমাটি নিক্ষেপ করার বহুদিন পরেও বিস্ফোরণ ঘটতে পারে।