বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। তারা কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে উৎসাহ দিতে আসেনি।
বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেন উজরা জেয়া। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এরঅগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথেও বৈঠক করেন তারা।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেসতৃত্বে একটি প্রতিনিধিদল স্বারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে ওই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কথা বলেন। এনিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সাংবাদিকদের সাথে কোনো কথা বলেনি।
বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনান্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।
বিস্তারিত আসছে...