নাটোরের গুরুদাসপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মাদরাসা, এতিমখানা ও মন্দির (লিল্লাহ বোর্ডিং) শিক্ষার্থীদের খাবারের জন্য বরাদ্দ করা (জিআর) চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই সরবরাহ আদেশ (ডিও) কপি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায়ের সভাপতিত্বে চালের সরবরাহ আদেশ (ডিও) কপি হস্তান্তর করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসান আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ, সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আয়ূব আলী, মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, মাদরাসা ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান আজকের বসুন্ধরাকে বলেন, প্রধানমন্ত্রীর উপহার সামাজিক কল্যানে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানে মানবিক সহায়তা হিসাবে ত্রানকার্য (চাল) ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমদের খাবারের জন্য বন্টন করা হয়েছে। গুরুদাসপুর উপজেলায় বরাদ্দ পাওয়া ৭৫ মে.টন (জিআর) চাল সরবরাহ আদেশ কপি বিতরন করা হয়েছে।
প্রতিটি প্রতিষ্ঠানের বিপরিতে এক টন চাল বরাদ্দ দেয়া হয়। সরকারি এক টন চালের বাজারমূল্য ৪৫ হাজার টাকা হলেও তা বিনামুল্যে এতিম শিক্ষার্থীদের খাবার জন্য বিতরন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায় বলেন, প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তায় সুফল মাদরাসা, এতিমখানা ও মন্দিরের এতিম শিক্ষার্থীরা সরাসরি পাচ্ছেন। এ উপহারের চাল ধর্মীয় সম্প্রীতিরও একটি প্রকৃষ্ট উদাহরন।