১৩ জুলাই, ২০২৩

ঝালকাঠিতে নির্মাণ শ্রমিককে মারধর করায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝালকাঠিতে নির্মাণ শ্রমিককে মারধর করায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝালকাঠিতে নির্মাণ শ্রমিককে মারধরের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা ইউনিয়ন। ঝালকাঠি জেলা ইমারত নির্মান  শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার সকাল ১১টার সময় প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কমসূচি পালন করে । মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মিছিলটি শেষ হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোহন খান, সাধারণ সম্পাদক আল-আমিন মৃধাসহ আরো অনেকে। বক্তারা বলেন, ঝালকাঠির স্টীমারঘাটে বিআইডব্লিউটি এর একটি তিনতলা ভবন নির্মাণের কাজ চলছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে নির্মাণ কাজ করছেন ইমারত শ্রমিক নেতা রফিকুল ইসলাম মোল্লা। নির্মাণ কাজে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ধর্ষণসহ একাধিক মামলার আসামি আরিফ খলিফা তাঁর বাহিনী নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার কিছু টাকা পরিশোধ করা হয়। পরে আর কোন টাকা না দেওয়ায় নির্মাণ কাজ কয়েক দফায় বন্ধ করে দেয় আরিফ খলিফা।

এক পর্যায়ে গত বুধবার বিকেলে শহরের বান্ধাঘাটা এলাকায় আরিফ খলিফা লোকজন নিয়ে ইমারত শ্রমিক নেতা রফিকুল ইসলাম মোল্লার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। 

এ বিষয়ে আরিফ খলিফা জানান, স্টীমারঘাট এলাকায় তাঁরা বিকেলে বসে সময় কাটান। এ জন্য ঠিকাদারকে একটি বেঞ্চ বানিয়ে দিতে বলা হয়। কিন্তু তিনি তা না দিয়ে, উল্টো আমার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ করছেন। চাঁদাবাজির ঘটনা সত্য নয়।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, শ্রমিককে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।