দিনাজপুরের হাকিমপুরে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা দুইজনই ঢাকা থেকে ঈদে নিজ গ্রামের বাড়ি এসেছেন। তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন রুমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শ্যামল কুমার দাস জানান, গতকাল শনিবার (৮ জুলাই) সকালে শরীরে জ্বর নিয়ে দুই জন রোগী হাসপাতালে ভর্তি হয়।
পরে তাদের রক্ত পরীক্ষা করে জানা যায় তাদের শরীরে ডেঙ্গু রোগের জীবাণু রয়েছে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা ঢাকা থেকে ঈদের ছুটিতে এসেছেন। এদের মধ্যে একজন পুরুষ এবং একজন কিশোরী রয়েছে। ডেঙ্গু আক্রান্ত পুরুষে বয়স (৫২) বছর এবং কিশোরীর বয়স (১৮) বছর। এখন পর্যন্ত তাদের শরীরের অবস্থা ভালো রয়েছে। তারা দুইজনই হাকিমপুর উপজেলার বাসীন্দা।