গাইবান্ধার সাঘাটা উপজেলায় কৃষকদের আধুনিক, নিরাপদ ও টেকসই কৃষি চর্চায় দক্ষ করে গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা। বুধবার (২৮ জানুয়ারি) সাঘাটা উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল বিষয় ছিল— “কৃষক GAP (উত্তম কৃষি চর্চা) সার্টিফিকেশন”।
কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা, কীটনাশকের সঠিক ও নিরাপদ ব্যবহার, মাটি ও পানির গুণগত মান সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন পদ্ধতি, বাজারজাতকরণে মান নিয়ন্ত্রণ এবং কৃষিপণ্যের সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, জেলা কৃষি প্রশিক্ষক মো. আসাদুজ্জামান, সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খালিদ মাহমুদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, আফরোজা খাতুন ও মো. হাসানুর রহমান।
প্রশিক্ষণে সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষাণী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তারা GAP সার্টিফিকেশনের গুরুত্ব, বাজারে কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, ভোক্তা আস্থা অর্জন এবং কৃষকের আয় বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।