২৭ জানুয়ারি, ২০২৬

বড়াইগ্রামে লাঙ্গলের গণসংযোগ: ভোটারদের দ্বারে দ্বারে এম ইউসুফ আহমেদ

বড়াইগ্রামে লাঙ্গলের গণসংযোগ: ভোটারদের দ্বারে দ্বারে এম ইউসুফ আহমেদ

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এম ইউসুফ আহমেদ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী বড়াইগ্রামের বিভিন্ন এলাকায় তিনি নিবিড় গণসংযোগ ও হ্যান্ড লিফলেট বিতরণ করেন।

প্রচারণার এলাকা
এম ইউসুফ আহমেদ তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রচারণা চালান। এর মধ্যে আহমেদপুর, বনপাড়া বাজার, ধানাইদহ, গরমাটি রাজাপুর, চান্দাই, জোনাইল এবং বড়াইগ্রাম পৌরসভা এলাকার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন তিনি।

প্রার্থীর বক্তব্য
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে এম ইউসুফ আহমেদ বলেন:

“জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সুষম উন্নয়নের ধারা বজায় রাখতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। আমি নির্বাচিত হলে নাটোর-৪ আসনকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব। আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।”

শান্তিপূর্ণ পরিবেশ
জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে পুরো প্রচারণা কার্যক্রম ছিল উৎসবমুখর। ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এদিনের নির্বাচনী কর্মসূচি সম্পন্ন হয়।