২৭ জানুয়ারি, ২০২৬

জাময়াতের জোয়াড় দেখে একটা দলের মাথা খারাপ হয়ে গেছে: আমির শফিকুর রহমান

জাময়াতের জোয়াড় দেখে একটা দলের মাথা খারাপ হয়ে গেছে: আমির শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে পরিবর্তনের লড়াই। একদিকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট, অন্যদিকে পুরাতন ও নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই।

তিনি বলেন, “ভোটের বুথে ঢুকে শক্ত করে ‘হ্যাঁ’ ভোট দেবেন। ‘হ্যাঁ’ জিতে গেলে বাংলাদেশ জিতবে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কবর রচিত হবে।”

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি স্কুল মাঠ এবং বিকেলে খুলনার সার্কিট হাউস ময়দানে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

'মায়ের বেইজ্জত করলে কাউকে ছাড় দেব না'
নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “পুরো বাংলাদেশে ন্যায় ও ইনসাফের পক্ষে স্রোত তৈরি হয়েছে। কিছু মানুষের মাথা গরম হয়ে গেছে। তারা আমাদের মা-বোনদের ইজ্জতের ওপর হাত দিচ্ছে। মনে রাখবেন, আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জত বেশি মূল্যবান। কোথাও অশালীন আচরণ করলে আমরা কাউকে ছেড়ে কথা বলব না।”

বিএনপিকে ইঙ্গিত করে কড়া বার্তা
খুলনার জনসভায় বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, “আমাদের একটি বন্ধু সংগঠন ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে বলেছে তা মায়েদের হাতে দেবে। একদিকে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, অন্যদিকে আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন—এ দুটি একসঙ্গে চলে না। এ দেশের সম্পদ ও ইজ্জত কার কাছে নিরাপদ, তা এখন দেশবাসীর কাছে পরিষ্কার।”

দুর্নীতি ও সুশাসন নিয়ে অঙ্গীকার
সাতক্ষীরার জনসভায় তিনি ঘোষণা দেন, নির্বাচিত হলে মদিনার শাসনের আদলে সুশাসন কায়েম করা হবে। পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা ফেরত আনার অঙ্গীকার করে তিনি বলেন:

“আল্লাহ আমাদের সুযোগ দিলে জনগণের সম্পদ যারা লুণ্ঠন করেছে, তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সম্পদ বের করে আনা হবে। এ ব্যাপারে কোনো দয়া বা ক্ষমা নেই।”

নতুন বেতনকাঠামো ও যুব কর্মসংস্থান
জনপ্রশাসন নিয়ে জামায়াত আমির বলেন, সরকার গঠন করলে ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের জন্য আলাদা ও ইনসাফভিত্তিক বেতনকাঠামো করা হবে। যুবকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা তোমাদের হাতে বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না, বরং প্রতিটি হাতকে দক্ষ কর্মীর হাতে পরিণত করতে চাই।”

প্রার্থীদের পরিচয় করিয়ে প্রদান
সাতক্ষীরায় ডা. শফিকুর রহমান চারজন এবং খুলনায় ছয়জন প্রার্থীর হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দিয়ে তাঁদের পরিচয় করিয়ে দেন। সাতক্ষীরার জনসভায় সভাপতিত্ব করেন জেলা আমির শহিদুল ইসলাম এবং খুলনায় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১-দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।