বছরের সর্বোচ্চ ৮২০ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল ৮ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতো রোগী চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি হওয়ায় রেকর্ড হয়েছে। এর আগে গত ৪ জুলাই একদিনে সর্বোচ্চ ৬৭৮ জন ডেঙ্গু রোহী হাসপাতালে ভর্তি হয়েছিল।
তবে এসব রোগীর মধ্যে ডেঙ্গেু আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৮জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।