ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে চূড়ান্তভাবে অটল থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ।
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।
নিরাপত্তা ঝুঁকিই মূল কারণ
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, ভারতে ক্রিকেটারদের নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে, তার কোনো উন্নতি হয়নি। তিনি একে কেবল 'আশঙ্কা' বলতে নারাজ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একজন তারকা ক্রিকেটারকে উগ্রবাদীদের হুমকির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারত ত্যাগ করতে বলার ঘটনাকে তিনি এই সিদ্ধান্তের পেছনে মূল 'বাস্তব কারণ' হিসেবে উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, "আমাদের নিরাপত্তা ঝুঁকির এই পরিস্থিতি কোনো বায়বীয় বিশ্লেষণ থেকে আসেনি। যেখানে আমাদের সেরা খেলোয়াড়কে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারত থেকে বের করে দিতে বলা হয়েছে, সেখানে নিরাপত্তা নিয়ে আপস করার কোনো সুযোগ নেই।"
ভেন্যু পরিবর্তনের দাবি ও আইসিসির ভূমিকা
আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রাখায় অসন্তোষ প্রকাশ করেছেন আসিফ নজরুল। তিনি বলেন, আইসিসি ভেন্যু না বদলে বাংলাদেশের প্রতি 'সুবিচার' করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি পুনর্বিবেচনা করবে।
অন্যদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন যে তারা এখনো হাল ছাড়ছেন না। তিনি বলেন, "আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের চাহিদা একটাই—আমরা ভারতে নয়, বরং শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই।"
অনিশ্চয়তায় বাংলাদেশের অংশগ্রহণ
গতকাল আইসিসির সভায় বিসিবিকে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তবে আজ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির অনড় অবস্থানে এটি পরিষ্কার যে, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সম্ভাবনা আর নেই।
এখন দেখার বিষয়, আইসিসি বাংলাদেশের এই দাবি মেনে শেষ মুহূর্তে নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি দেয় কি না, নাকি এবারের বিশ্বকাপ ছাড়াই থাকতে হয় টাইগারদের।