২১ জানুয়ারি, ২০২৬

বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী, সিলেটের বিদায়

বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী, সিলেটের বিদায়

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স।

লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বিধ্বংসী বোলিংয়ের সামনে ম্লান হয়ে গেছে সিলেটের ফাইনালের স্বপ্ন। আগামী শুক্রবার গ্র্যান্ড ফিনালেতে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী।

টপ ও লোয়ার অর্ডারের ব্যাটিংয়ে রাজশাহীর লড়াই
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী মিরাজ। ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করেন রাজশাহীর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও শাহিবজাদা ফারহান। ৪.৪ ওভারেই ৪১ রান যোগ করেন তারা। তামিম ১৫ বলে ৩২ রানের ক্যামিও খেলেন (৪টি ছক্কা, ১টি চার) এবং ফারহান করেন ২১ বলে ২৬ রান।

মাঝপথে অধিনায়ক নাজমুল শান্ত (৭), মুশফিকুর রহিম (০) ও এসএম মেহরব (০) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে রাজশাহী। তবে কিউই তারকা কেন উইলিয়ামসন ৩৮ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলে হাল ধরেন। শেষ দিকে জেমি নিশামের ২৬ বলে ঝড়ো ৪৪ রান রাজশাহীকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। নির্ধারিত ২০ ওভার শেষে তারা লড়াই করার মতো স্কোর সংগ্রহ করে।

রান তাড়ায় সিলেটের মিডল অর্ডার বিপর্যয়
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। মাত্র ৭ রানেই ফিরে যান জাকির হাসান ও আরিফুল ইসলাম (দুজনই শূন্য)। তৃতীয় উইকেটে পারভেজ ইমন (৪৮) ও স্যাম বিলিংস (৩৭) ৬৯ রানের জুটি গড়ে জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু মাঝপথে মঈন আলীর ব্যর্থতা এবং আফিফ হোসেনের ১২ বলে ২১ রানের ইনিংস থামলে সিলেটের দৌড় থমকে যায়।

শেষ ওভারে জয়ের জন্য ২৪ রান দরকার থাকলেও ক্রিস ওকস দলকে উদ্ধার করতে পারেননি। শেষ পর্যন্ত ১২ রান দূরে থাকতেই থেমে যায় সিলেটের ইনিংস।

নায়ক বিনুরা ফার্নান্দো
রাজশাহীর জয়ের মূল কারিগর ছিলেন লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। ১৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে সিলেটের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। বল হাতে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিম সাকিব ও সাকলাইন। অন্যদিকে সিলেটের সালমান ইরশাদ ৩ উইকেট নিলেও তা দলের হার বাঁচাতে যথেষ্ট ছিল না।

ফাইনালে মুখোমুখি রাজশাহী ও চট্টগ্রাম
এই জয়ের ফলে বিপিএলের এবারের আসরে ফাইনালের লাইনআপ চূড়ান্ত হলো। শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে: ???? রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস