৮ জুলাই, ২০২৩

বাংলাদেশের বোলিংদের নাজেহাল করলো আফগানরা

বাংলাদেশের বোলিংদের নাজেহাল করলো আফগানরা

চট্টগ্রামের জহুর আহম্মেদ স্টেডিয়াম রাঙালেন আফগান ব্যাটসম্যানরা। আজ অবশ্য টস হেরে ব্যাটিং পেয়েছে আফগানিস্তান। তার যোগ্য জবাবও দিয়েছেন গুরবাজরা।

ওপেনিং জুটি টেনে নিয়ে গেছেন ২৫৬ রানে।  এটি তাদের সর্বোচ্চ জুটি। বাংলাদেশের বোলিংদের রিতীমতো নাজেহাল করে ছেড়েছে তারা।