৬ জুলাই, ২০২৩

আদিতমারী সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় দুই নাগরিক আটক

আদিতমারী সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় দুই নাগরিক আটক

লালমনিরহাটের আদিতমারীর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে রহমত উল্লাহ (৩০) ও  সুমন হক (২৩) নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (০৬জুন) সকালে উপজেলার দুর্গাপুরের দিঘলটারি সীমান্তে তাদেরকে আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আটককৃত দুই ভারতীয় নাগরিক কুচবিহার জেলার দিনহাটা উপজেলার জারি ধরলা গ্রামের কাশেম আলী ছেলে মোঃ রহমত উল্লাহ (৩০) ও একই এলাকার  শামসুল হকের ছেলে মোঃ সুমন হক (২৩)।

বিজিবি সুত্রে জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১৫ বিজিবি এর অধীনস্থ দিঘলটারি  সীমান্ত মেইন পিলার ৯২৫/৮ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ার চর নামক স্থানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়েছে বিজিবি। আটকৃত দুইজন ১৫ বিজিবি ব্যাটালিয়ন দিঘলটারি বিওপি ক্যাম্পে রয়েছে। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, দুর্গাপুর সীমান্তে বিজিবি দুই ভারতী নাগরিক কে আটক করেছে বিষয়টি জেনেছি। 

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক, লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, ভারতীয় বিএসএফের অনুরোধে বিকেলে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই দুই নাগরিককে ফেরত দেওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।