৩০ মার্চ, ২০২৩

সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে আরো মামলা হচ্ছে শুনেছি

সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে আরো মামলা হচ্ছে শুনেছি
প্রথম আলোর সাংবাদিক সামসুজ্জামানের বিরুদ্ধে করা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, `এখন পর্যন্ত দু-তিনটির খবর জানি, আরো মামলা হচ্ছে. আমরা শুনেছি।‘ আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে প্রথম আলো ও একাত্তর টেলিভিশনের তথ্যের জন্য সিআইডি তাকে (প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান) জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দিয়েছিল। পরে বিভিন্ন জায়গায় মামলা হওয়ায় তাকে আবার গ্রেপ্তার করা হয়।