Login





Register

muktoprovat
English Edition
কেন ভাঙ্গন শুরু হলো নারী ফুটবলে

কেন ভাঙ্গন শুরু হলো নারী ফুটবলে

Image

সবশেষ সফল কোচ গোলাম রাব্বানি ছোটন পদত্যাগ করেছেন। এর আগে কয়েকদিন আগে বাফুফের ক্যাম্প ছেড়ে গেছেন সাফজয়ী ফুটবলার সিরাত জাহান স্বপ্না। আজ আবার ক্যাম্প ছাড়লেন সাফজয়ী দলের আরেক সদস্য আঁখি খাতুন। এর আগে ক্যাম্প থেকে বাদ পড়ে আনুচিং মগিনি আর সাজেদা খাতুন ফুটবলকেই বিদায় জানিয়েছেন।

এভাবে একের পর এক নারী ফুটবলারদের ক্যাম্প ছেড়ে যাওয়া ফুটবলের জন্য কতটা সুখকর...?।

সিরাত জাহান স্বপ্না ক্যাম্প ছেড়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন- তিনি আর ফুটবল খেলবেন না।

এদিকে আজ রোববার (২৮ মে) ক্যম্প ছেড়ে সিরাজগঞ্জের  বাড়িতে গেছেন আঁখি খাতুন। যাওয়ার আঁখি খাতুন বাফুফেকে বলে গেছেন, তার মা অসুস্থ। ফিরে আসবেন মা সুস্থ হলে।

তবে কবে আসবেন তা বলে যাননি। মা কবে সুস্থ হবে, আর কবে আসবেন আঁখি। বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার আজ মুক্ত প্রভাতকে জানান, আঁখি শুধু বলেছেন, তার মাকে দেখাশোনার কেউ নেই।

একারণে সে বাড়ি গেছে। মা কবে সুস্থ হবে তা সে জানে না। একারণে ক্যাম্পে থাকতে পারছেন না তিনি। তবে আঁখি ফুটবল খেলার কথা বলে গেছেন।

বাংলাদেশ ফুটবল