
—ছবি মুক্ত প্রভাত
রেললাইনের পাশের বস্তি থেকে প্রবাস ফেরত এক নারীর দগ্ধ লাশ উদ্ধার করা হয়ছে। লাশ উদ্ধারের পর থেকে ওই নারীর স্বামীকে খুঁজছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে রাজশাহী নগরের জন্দ্রিমা থানার ভদ্রা রেললাইনের পাশের এক কক্ষের একটি বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত ওই নারীর নাম হেলেনা আক্তার (২৫)। তার স্বামীর নাম আলমগীর হোসেন রয়েল। এই ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেছিলেন নিহত হেলেনা। বিয়ের পর থেকে তাদের পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ ছিলনা।
হেলেনার মা ও ভাই বলেন, হেলেনাকে বিয়ের পর থেকেই আলমগীরের সঙ্গে দুরুত্ব চলছিল। এরপর হেলেনা দুই বছর আগে সৌদি আরবে ছিলেন। সেখানে তিনি গৃহকর্মী হিসেবে চাকরি করেছেন।
তাদের দাবি, শুক্রবার রাতের কোনো এক সময় হেলেনাকে হথ্যা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে হেলেনার স্বামী আলমগীর নিখোঁজ রয়েছেন।
চন্দ্রিমা থানা পুলিশের অফিসার ইনাচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, শনিবার সকাল ৯টার দিকে বস্তির এক লোক থানায় ফোন করে লাশের কথা জানান। খবর পেয়ে পুলিশ বস্তি থেকে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, যে ঘরে লাশটি পড়েছিল, সেখানে তেমন কোনো আসবাবপত্র ছিল না। মেঝেতেই ঘুমাতেন ওই নারী। আগুনে ঝলসে গেছে ওই নারীর পুরো শরীর। পাশে শুধু একটা মশারিতে পোড়া চিহৃ দেখা গেছে।
মুক্ত/আরআই