
—ছবি মুক্ত প্রভাত
জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে হালনাদ কমিটি গঠন করতে চাইছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সম্মেলনের মাধ্যমে দলটি নতুন নেতৃত্ব ঠিক করবে। আগামী ৯০ দিনের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে তৃণমূল পর্যায়ের সব কমিটি পুনর্গঠন শেষ করতে চাচ্ছে বিএনপি।
দলীয় সূত্র জানিয়েছে, তৃণমূলের কমিটি পুনর্গঠনের বিষয়ে গত সোমবার দলের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়েছে। শীর্ষ নেতাদের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
দীর্ঘ বছর পর গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে মাঠ ছাড়া হয়েছে বিএনপির প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। এ ক্ষেত্রে বিএনপির ওপর এখন আর রাজনৈতিক কর্মসূচি ঘিরে কোনো চাপ নেই।
তবে দলটির উচ্চ পর্যায়ের নেতারা মনে করছেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সব দিক ভেবেই রাজনৈতিক কৌশলে এগোচ্ছেন বিএনপির নীতিনির্ধারকরা।
এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ধানের শীষের ব্যপক প্রচারণা ও গণসংযোগ করছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির এসব অঙ্গসংগঠনগুলো কর্মীসভা ও বর্ধিত সভা করছে।
দেশজুড়ে নতুন করে রাজনৈতিক কর্মসূচি দেওয়া এবং সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাছাড়া দল গোছানোর কাজ নিজেই তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরআগে বিএনপির নীতিনির্ধারকরা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল পনর্গঠনে উদ্যোগ নেয়। তবে সেসময় তৎকালিন আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকায় সংগঠন পুনর্গঠন প্রক্রিয়া শেষ করা যায়নি।
তবে বর্তমানে আন্দোলনের পাশপাশি দেশের জেলা ও অঙ্গসংগঠনের কমিটি পুনর্গঠনে বেশি জোর দেওয়া হচ্ছে। মহানগরসহ দেশজুড়ে বিএনপির সাংগঠনিক জেলা কমিটি রয়েছে ৮২টি। ২০১৯ সালে বেশিরভাগ জেলা কমিটি আংশিক এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বর্তমানে এসব কমিটির বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কিছু কিছু ইউনিটে কমিটি হালনাগাদও করা হয়েছে।
সবশেষ চলতি বছরের ৪ নভেম্বর দেশের ১০টি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ এবং আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। এমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক এবং সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। একই সঙ্গে মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, ময়মনসিংহ দক্ষিণ এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন হয়েছে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মুক্ত প্রভাতকে বলেন, সাংগঠনিক পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। তাছাড়া ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বইরে রয়েছে বিএনপি। এই দীর্ঘ সময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্য মামলায় কারাবন্দি করা হয়। গায়েবি মামলায় দেশজুড়ে লাখ লাখ নেতাকর্মীর জীবন বিপন্ন করা হয়েছে। এখন নতুন করে দেশে মূল দলের পাশাপাশি অঙ্গসহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন ও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
মুক্ত/আর আই