ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম (সাংবাদিকতা) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নান্দীপাঠ ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলায় নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের চাবির রিং, কলম, রজনীগন্ধা ও লাল গোলাপের স্টিক দিয়ে বিভাগে বরণ করে নিয়েছে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিভাগীয় শিক্ষক তন্ময় সাহা জয়, উজ্জ্বল হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, জুলাইয়ের বিপ্লবে ছাত্রদের পরে আর যাদের অবদান সবথেকে বেশি তারা হলো সাংবাদিক। কারণ তাদের মাধ্যমেই আমরা ঘটে যাওয়া সত্যকে জানতে পেরেছি, ঐক্যবদ্ধ হতে পেরেছি। সাংবাদিকতা বিভাগের সভাপতি হতে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। চরম প্রতিকূলতা থাকে একজন সাংবাদিকের বিরুদ্ধে, কিন্তু অকুতোভয় দুঃসাহসী মনোভাবই একজন সাংবাদিককে তার সত্যের দিকে এগিয়ে নিতে পারে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যে দুঃখ পেয়েছি, শিক্ষক হিসেবে তোমাদের সেই দুঃখ দিতে আমি চাইনা। আমি যতোদিন এই বিভাগের দায়িত্বে আছি ততদিন এই বিভাগকে এগিয়ে নিয়ে যেতে চাই।
উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় অনেক বড় জায়গা যেখানে আজ তোমাদের প্রথম দিন। আমরা এতদিন যে গতানুগতিক স্কুল কলেজে পড়ে এসেছি তার চেয়ে এর গণ্ডি অনেক বড়। এই বৈশ্বিক জায়গায় আজ তোমার নিজেদের ছেড়ে দিয়েছো। জার্নালিজম এমন একটি ডিপার্টমেন্ট যেখানে পড়লে তোমার বিচরণ হবে পুরো বৈশ্বিক ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটিতেই জার্নালিজম বিভাগ আছে। জার্নালিজমের শিক্ষার্থীদের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি, ভূগোল, সাহিত্য সব বিষয় পড়াশোনা করতে হয়। তোমরা আগামী দিনে সাংবাদিকতায় গেলে হলুদ সাংবাদিক না হয়ে সত্যান্বেষী সাংবাদিক হবে বলে আশা করি।