ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা
যেকোনো ধরনের র্যাগিংকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমনের প্রাক্কালে এমন নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকেই ক্যাম্পাসে মাইকিং করে র্যাগিং নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। এসময় র্যাগিংয়ের সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও করা হয়।
মাইকিং প্রচারণায় জানানো হয়, এখন থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার র্যাগিং নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে পদচারণার আগেই সতর্কতামূলক মাইকিংয়ের বিষয়কে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সচেতন মহল। যদিও পূর্ব থেকেই র্যাগিংয়ের বিষয়ে ‘জিরো টলারেন্স’ অবস্থানে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাইকিংয়ের ঘোষণাই আমাদের ভাষ্য। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব তারা যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে ক্যাম্পাসে চলাফেরা করে। কোন ধরনের ভয় ভীতি যেন না পায়।
যদি ক্যাম্পাসের নবীন কোন শিক্ষার্থী যেকোন ধরনের র্যাগিংয়ের শিকার হয় তাহলে আমরা সাথে সাথেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী তাদের শাস্তির আওতায় আনা হবে।