কারেন্ট জাল
কুড়িগ্রামের চিলমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বুধবার দিন ব্যাপী ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) নঈম উদ্দিন।
ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও মাছ ও জাল ফেলে যায়। অভিযান শেষে রাতে নৌ বন্দর এলাকায় জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ গুলো এতিম খানায় বিতরণ করা হয়।অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া, চিলমারী নৌ-বন্দর থানার এএসআই এরশাদুল হক প্রমূখ।
এ ব্যাপারে মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া জানান, পুড়িয়ে ফেলা জালের আনুমানিক মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।