ইসরায়েলী বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করেছে। আজ মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘন্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থল বাহিনী প্রবেশ করেছে।
ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান চালাল তেল আবিবের সামরিক বাহিনী। এই অভিযানের মধ্যদিয়ে লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল।
সূত্র বলছে, হিজবুল্লাহ সঙ্গে ইসরায়েলের পুড়নো বিরোধের জেরে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ করে করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে বিরোধ আরো জোরালো হয়ে উঠে। এরপর থেকে ইসরায়েলের ভূখণ্ডে স্বপ্ল পরিসরের হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ।
গতকাল সোমবার মার্কিন সেনা কর্মকর্তাদের বরাতে সিএনএনের খবরে বলা হয়, ছোট পরিসরে লেবাননের দক্ষিণের সীমান্তবর্তী অঞ্চলে সোমবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করছে।