শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদ নিয়ে নতুন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আরো পড়ুন———
» বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে: শিক্ষা উপদেষ্টা
» শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে শিক্ষকদের কর্মসূচি শুরু
» বেসরকারি শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন
» যেসব শর্তে বদলি হতে পারবেন বেসরকারি শিক্ষকরা
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাদের মনোনীত প্রার্থীকে দায়িত্ব দেয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে ট্রাস্টের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাদের মনোনীত প্রার্থীরা পরিচালনা কমিটির সভাপতি হতে পারবেন না।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে আরো বলা হয় - চলমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রভিধানমালা ২০২৪ এর ৬৮ ধারা অনুযায়ী নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, ট্রাস্ট ও অন্যান্য সমস্ত পরিচালিত স্কুল কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোনয়ন আগের মত এই সমস্ত প্রধান দেবেন। পরিচালনা কমিটির সভাপতি দায়িত্ব নিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী জারি করা প্রজ্ঞাপনের আওতার বাইরে থাকবে এসব শিক্ষা প্রতিষ্ঠান।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রভিধানমালা ২০২৪ এর প্রবিধি ৬৩ তে উল্লেখিত ট্রাস্ট মিশনারি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ, উপজেলা প্রশাসন, কালেক্টরেট, পুলিশ লাইন, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, রেলওয়ে বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড বা অন্য কোনো সংস্থা বা ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০ আগস্ট এর ১৮৩ নম্বর প্রজ্ঞাপনের বহির্ভূত থাকবে।
পরিপত্র মোতাবেক বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তার মনোনীত প্রার্থী এসব শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হতে পারবেন না।