নাসিরনগর উপজেলা আ,মীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৩ ৩৫ মিনিটে গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল কাদের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা কৃষকদলের আহবায়ক শাহ আলম পাঠান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলার ১০নং আসামি নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন। বুধবার গভীর রাতে উপজেলার গুনিয়াউক গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের বলেন, লতিফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশ গুনিয়াউক গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।