বদলি প্রত্যাশী শিক্ষকদের একাংশ জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সর্বজনীন বদলিব্যবস্থা চালু না হলে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেয়া হবে না।
আরো পড়ুন
আরো পড়ুন———
» বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে: শিক্ষা উপদেষ্টা
»শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে শিক্ষকদের কর্মসূচি শুরু
» বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের দাবি
» বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
» বেসরকারি শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন
» যেসব শর্তে বদলি হতে পারবেন বেসরকারি শিক্ষকরা
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন এ দাবি জানান তারা।
বদলি প্রত্যাশী শিক্ষকরা জানান, ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তারই ধারাবাহিকতায় ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির দাবিতে গত ২৫ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে।
গত ২৭ আগস্ট শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের যৌক্তিক দাবি হিসেবে সায় দেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
উপদেষ্টার সঙ্গে আলাপকালে কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না।
এতে আরো বলা হয়, এখন পর্যন্ত শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি না হওয়ায় ইনডেক্সধারী বদলি প্রত্যাশী সব শিক্ষক অত্যন্ত উদ্বিগ্ন।
তাই দ্রুত প্রজ্ঞাপন পাওয়ার লক্ষে আজে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।