সাকিবের হাতে থাপ্পর খেয়েছেন অপু
ঢাকাই সিনেমার জনপ্র্রিয় জুটি সাকিব খান ও অপু বিশ্বাস। বাস্তব জীবনেও তারা জুটি বেঁধেছিলেন। তাদের সন্তান আব্রাহাম খান জয় আছে। তবে দুজনের সংসার টেকেনি। কথা ওঠেছে সাকিবের সাথে প্রেম করার সময় অপুকে থাপ্পর মেরেছিলেন সাকিব খান।