
বাংলাদেশের সামনে শক্ত প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
আজ (১০ জুন) সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় মাঠে নামবে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শক্তপক্ত প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সামনে দাড়াবে টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের এই প্রথম দু দল একে অপরের মুখোমুখি হবে। তবে সবদিক থেকে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। এর আগে একই মাঠে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে তারা। এ কারণে আলাদা সুবিধা পাবে আফ্রিকা মহাদেশের এই দল।
বলা হচ্ছে ‘‘ড্রপ ইন পিচে’’ ফাস্ট বোলারদের দাপুট দেখানোর দারুণ সুযোগ রয়েছে। এখন দুই দলই টসের দিকে তাকিয়ে রয়েছে। কেননা বিগত দলগুলোর সাথে আগে বোলিং করে কম রানে আটকে দেওয়ার মত সুযোগ রয়েছে দুই দলের।
এ কারণে প্রোটিরাও চাইবে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানো। আর এদিকে এসব বিবেচনা সামনে রেখে বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরও চাওয়া বাংলাদেশ যেন টসে জিতে এবং ফিল্ডিং নেয়। তবে কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে। অতিরিক্তপ পেস বোলিং শরিফুল ইসলামকে খেলানোর সম্ভাবনা রয়েছে।