
ইতিহাস গড়লেন ভারতের নরেন্দ্র মোদী
আজ রবিবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে রাষ্ট্রীয় ভবনের টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। ৭২ জন মন্ত্রী এ শপথ বা্ক্য পাঠ করেন। কেন্দ্রীয় মন্ত্রীরমধ্যে রয়েছে ৩০ জন ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন রয়েছে প্রতিমন্ত্রী। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনই ঘোষণা করা হয়নি।
এরআগে ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ মেয়াদে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। নরেন্দ্র মোদী ভারতের ২য় ব্যক্তি হিসেবে টানা ৩য় বার প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন।
ভারতের গত দুই নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার ২৭২ আসনের ধারের কাছে যেতে পারেনি নরেন্দ্র মোদীর দল। ফলে জোট শরীকদের সাথে দল গঠন করতে বাধ্য হয়েছে বিজেপি। এর একটি প্রভাব দেখা গেছে আজ রবিবার (৯জুন) শপথ অনুষ্ঠানে।
মিত্রশক্তি,বিশেষ করে চন্দ্রবাবুর নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা রয়েছে।
তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপ্রতি দ্রৌপদী মুর্মু। এরপর একে একে সকল মন্ত্রীরা শপথ বাক্য পাঠ করেন। শপথ অনুষ্ঠান শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপ্রতি দ্রৌপদী মুর্মু আয়োজতি নৈশ্যভোজে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ মরিশাস ও সিশেলসের রাষ্ট্রপ্রধানরা যোগদিবেন।