
সন্ধ্যায় মোদীর শপথ অনুষ্ঠানে পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আজ রবিবার সন্ধায় তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে বন্ধুদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সন্ধ্যায় দিল্লীর প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছেন।
এসময় প্রেসিডেন্ট ভবনে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী তাকে অভুত্থনা জানানো হয়। সে সাথে ভুটান, মালদ্বীপ,নেপাল ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যোগ দেওয়ারও কথা রয়েছে। সন্ধ্যা ৭ টা ৪৫মিনিটে এ শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
শপথ অনুষ্ঠান শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপ্রতি দ্রৌপদী মুর্মু আয়োজতি নৈশ্যভোজে যোগদিবেন। পরে মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন বলে জানাগেছে।