ছবি মুক্ত প্রভাত
ঈদ উপলক্ষে উল্লাপাড়া উপজেলার খাদুলী গ্রামে লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসবের আমেজ। অনেক দিন পরে খেলা দেখতে পেরে উচ্ছাস প্রকাশ করেন হাজারো দর্শনার্থী।
লাঠি খেলা দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী লোকজন ছুটে আসেন। খেলায় স্হানীয় খেলোয়ারগণ ছাড়াও অন্য জেলা থেকে বেশ কয়েকদল অংশগ্রহণ করে।
তরুণ সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলাধুলা ও সংস্কৃতি ধরে রাখতে খাদুলী মানবসেবা ফাউন্ডেশন এ আয়োজন করে। তার ই ধারাবাহিকতায় এবার ঈদের দ্বিতীয় দিন শনিবার গ্রামের পশ্চিম পাড়া পরিত্যক্ত মাঠে লাঠি খেলার আয়োজন করা হয়।
খেলায় অংশগ্রহণকারী শুকুর আলী জানান, আগে আমরা প্রায়শই এ খেলা খেলতাম। তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিল।
তবে এই সংগঠন এবার এই খেলার আয়োজন করে। আমরা চাই ঐতিহ্যের এই লাঠি খেলা টিকে থাকুক।এজন্য আমরা সরকারী সহযোগিতা চাই।
খেলা দেখতে আসা সবুজ সরকার বলেন, ছোটবেলায় এই লাঠিবাড়ি খেলা দেখতাম। আজ খাদুলী মানবসেবা ফাউন্ডেশন এর কল্যনে আমরা এই খেলা উপভোগ করলাম। এত সুন্দর একটা আয়োজন করার জন্য এ সংগঠনকে ধন্যবাদ।
তরুণ প্রজন্মকেকে সুস্থ বিনোদন আর গ্রামীন ঐতিহ্যে লাঠিবাড়ি খেলা টিকিয়ে রাখতে পথে প্রান্তরে নিয়মিত আয়োজন করার দাবী জানান সচেতন মহল।