হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে।
চিড়িয়াখানার সেই মাহুতের নাম আজাদ আলী। তাঁর ১৭ বছর বয়সী ছেলে জাহিদের মৃত্যু হয়েছে হাতির আক্রমণে।
আরো পড়ুন
সদরখাটে লঞ্চের রশি ছিঁরে গুরুতর আহত পাঁচ যাত্রী
জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
রফিকুল ইসলাম তালুকদার জানান, মাহুত আজাদ আলী তাঁর ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে যান। হাতি অপরিচিত মানুষ পেয়ে আক্রমণ করে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা দেন।
পথিমধ্যে ছেলে মারা গেলে লাশ নিয়ে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশে রওনা দেন মাহুত।
এ ঘটনা লোকমুখে কর্মকর্তারা জানেন, তারপর তিনি জানেন বলেও জানান পরিচালক। পরবর্তী সময়ে মাহুতের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি হাতি রয়েছে বলেও জানান রফিকুল ইসলাম তালুকদার।