
দেশের আকাশে শাওয়ালের চাঁদ, কাল ঈদ
একমাস দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দড়জায় করা নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আজ ২৯তম রমজান। অর্থাৎ চাঁদ রাত। নতুন চাঁদের অপেক্ষায় মুসলিম উম্মাহ। অবশেষে ফুরলো সেই অপেক্ষার প্রহর।
বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরীর রমজান শেষ হলো আজ শুক্রবার। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) মুসলিম উম্মাহর সর্ববৃহত ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
আজ শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরআগে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। একারণে আজ শুক্রবার সেসব দেশগুলোতে ধর্মীয় ভাবগাম্ভিরয্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
যদিও মালয়েশিয়া, ইন্দ্রোনেশিয়া, অষ্ট্রেলিয়াসহ ৭ টি দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে আগামীকাল শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এ দিন বাংলাদেশেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। একারনে আগামীকাল শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখার শুক্রবার ঈদেরে দিন ঘোষণা করে।
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছিল শেষ রমজান। এসব তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে ভিত্তিক সংবাদ মাধ্যম আলআরাবিয়া। এছাড়া মালয়েশিয়া, ইন্দ্রোনেশিয়া ও অষ্ট্রেলিয়াসহ ৭টি দেশে পবিত্র শাওয়ালমাসের চাঁদ দেখা যায়নি। একারনে এসব দেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার এসব দেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।