বিয়ের পিঁড়িতে সিঁথী
জামালপুরের মেয়ে অবন্তি সিঁথি। দর্শকরা তাকে শিসকন্যা নামেই বেশি চেনেন। কারণটা হলো—কলকাতার টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত রিয়্যালিটি শো ‘ সারেগামাপা’তে অংশ নিয়ে পরিচিতি পেয়েছেন।
সেই শোতে সিঁথি গানের পাশাপাশি শিস বাঁজাতেন। এরপর থেকেই মানুষ তাকে শিসকন্যা হিসেবে বেশি চেনেন। সেসময় মাঝপথে ছিটকে পড়লেও গানের পাশাপাশি তার শিস মানুষকে মুগ্ধ করেছে। সেই থেকে সিঁথি পেয়েছেন ‘শিসকন্যা’ তকমা।
গায়িকা অবন্তি সিঁথি হুট করেই নিজের বিয়ের ঘোষণা দেন। গতকাল শুক্রবার অবন্তির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবন্তির কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন।
যাকে জীবন সঙ্গী হিসেবে বেঁচে নিয়েছেন সিঁথি, তিনি অমিত দে। সিঁথির স্বামী অমিত দে লন্ডন প্রবাসী। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
শখের বসে মাঝে মাঝে গানও করেন সিঁথির স্বামী অমিত দে। মূলত সেই গানের সূত্র ধরেই দুজনের পরিচয়। শেষমেষ বিয়ে।