Login





Register

muktoprovat
English Edition
Image

রবিবার (২০ নভেম্বর) গভীর রাতে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় উত্তরবঙ্গ গামী ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতালে ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী একটি গম বোঝাই ট্রাক মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে তাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে টহলবাহী টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ারসার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। কারা এই আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।