জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জামিনে মুক্তি পেয়েছেন। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় কারাবন্দি ছিলেন। গ্রেপ্তারের এক বছর দুই মাস ২৪ দিন পরে তিনি কারাগার থেকে মুক্তি পেলেন।
আজ সোমবার (২০ নভেম্বর) সকাল ৯ টায় কাশিমপুর মহিলা কারাগার থেকে খাদিজা মুক্তি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খাদিজার বোন সিরাজুম মনিরা।
সিরাজুম মনিরা বলেন, ‘বোন খাদিজাকে নিতে খুব সকালে আমরা কারাগারে এসেছি। সকাল ৯টায় খাদিজা মুক্তি পেয়েছে। আজ থেকে শুরু হবে খাদিজার সেমিস্টার ফাইনাল পরীক্ষা’।
খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখে বৃহস্পতিবার আদেশ দেন আপিল বিভাগ।