নাটোরের বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রাক নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সাংসদ ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আয়োজনে উপজেলার বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান আসাদ, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানাজ পারভীন, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুজ্জামান গোলাম,গুরুদাসপুর পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা,বনপাড়া পৌর আ'লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,বনপাড়া পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার,জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের,প্রবীণ আ'লীগ নেতা আব্দুস সোবহান প্রাং,বড়াইগ্রাম উপজেলা সৈনিকলীগের সভাপতি ইসাহক আলী মোল্লা সহ বড়াইগ্রাম উপজেলার ইউনিয়ন,বড়াইগ্রাম পৌরসভা এবং বনপাড়া পৌরসভার বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক আ'লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনু্ষ্ঠানে বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে আবারও মনোনয়ন দেবার দাবি জানিয়ে ঐক্যবদ্ধ ভাবে লক্ষাধিক ভোটে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মত ব্যক্ত করেন।