Login





Register

muktoprovat
English Edition
Image

ভারত: ৫০ ওভারে ২৪০
অস্ট্রেলিয়া: ৪৩ ওভারে ২৪১/৪
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী

সেই ম্যাক্সওয়েলের ব্যাট থেকেই এলো জয় সূচক ২ রান। ওমনি আকাশে ছড়িয়ে পড়লো আতশবাজির হলুদ রোশনাই। গান ছেড়ে দেওয়া হলো।

এমন হবে না কেন। এই বিশ্বকাপে লাগামহীনভাবে ছুটতে থাকা ভারতের জয়রথ যে- এভাবে থামবে, তা কেউ কল্পনাও করেনি। শুধু জয়রথ থামেনি। সাথে ভঙ্গ হয়েছে কয়েক দশকের লালিত স্বপ্ন। ভেঙে খান খান হয়েছে ভারতবাসীর হৃদয়।

উদযাপনটা করার জন্য বেশ খানিকটা সময় ধরে অপেক্ষা করছিলেন ওয়ার্নাররা। হলো তাই। ভারতকে নির্মমভাবে কাঁদিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতল অস্ট্রেলিয়া। 

উড়ন্ত ম্যাক্সওয়েল রা যখন ডানা মেলে উঠছিলেন জয়ের সুভাষ নিয়ে, তখন চোখ মুছতে হয়েছে বিরাট কোহলিদের। বিশ্বকাপে অবশ্য প্রতিপক্ষের এমন নির্মম কান্না দেখার চূড়ান্ত বৈধতা রয়েছে। 

ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের ২৪১ রানের টার্গেটে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। তৃষ্ণার মধ্যে তিন উইকেট পড়ে প্রথমে একটু চাপই অনুভব করছিল অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত সেই চাপ সামাল দিয়ে ভারতকে নির্মমভাবে কাঁদিয়ে ছাড়লো ম্যাক্সওয়েল রা।

১৩৫ রান করে ডিপ মিট উইকেটে ক্যাচ দিয়ে ফিরে গেলেন হেড। শিরোপা জিততে তখন আর প্রয়োজন ছিল মাত্র দুই রান। দুইজনের জন্য পিছাইলেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের বেড থেকে আসা দুইজনে বিশ্বকাপের ষষ্ঠ পর্বত ও অস্ট্রেলিয়ার ঘরে। 

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ সোমবার (১৯ নভেম্বর)  অস্ট্রেলিয়া ভারতের ফাইনাল খেলাটি দেখতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।