ক্রমশ বাড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার ঘটনা। এ হামলার পর ধারণা করা হচ্ছে ইজরায়েল এবং হামাসের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে।
এরই মধ্যে মার্কিন ঘাটিতে চালকবিহীন বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বুধবারও সিরিয়া থেকে একই ধরনের হামলা চালানো হয়েছে।
তবে ইসরাইল মুখে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে যুক্তরাষ্ট্রের রনতরীতে মজুত রাখা ক্ষেপণাস্ত প্রতিরক্ষা ব্যবস্থা।
মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত কয়েকটি সশস্ত্র গ্রুপ। এ কারণে ঘাটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ওয়াশিংটন।