Login





Register

muktoprovat
English Edition
বশেমুরবিপ্রবি'তে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন 

বশেমুরবিপ্রবি'তে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন - ছবি ‍মুক্ত প্রভাত

Image

শান্তির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‍্যালি করেছে সেইভ ইয়ুথ (স্টুডেন্ট অ্যাগেইনেস্ট ভায়োলেন্স এভরিহয়্যার) বশেমুরবিপ্রবি চ্যাপ্টার।

সোমবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি পয়েন্ট থেকে এ উপলক্ষে র‍্যালি শুরু হয়ে একাডেমিক ভবনে এসে শেষ হয়। 

র‍্যালিতে শিক্ষার্থীরা প্লেকার্ডে ' অহিংস বাংলাদেশ গড়ি; সংঘাত নয় শান্তির পৃথিবী চাই;  চলো ছড়িয়ে দেই অহিংসার বাণী; যুবরাই লড়বে শান্তিময় আগামীর পৃথিবী গড়বে সহ বিভিন্ন অহিংসার বাণী লিখে নিজেদের দাবি জানায়।

এতে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি সেইভ ইয়ুথ চ্যাপ্টারের মডারেটর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বশেমুরবিপ্রবি সেইভ ইয়ুথ চ্যাপ্টারের মডারেটর মোঃ এমদাদুল হক এবং সেইভের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ ও ক্যাম্পাসে অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

বশেমুরবিপ্রবি চ্যাপ্টারের মডারেটর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন এবং মোঃ এমদাদুল হক এসময় বক্তব্য প্রদান করেন। সাদিয়া আফরিন বলেন, আমরা যারা যুবক আছি আমাদের হাত ধরেই শান্তির বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা চাই  আমাদের দেশ ও  বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণভাবে এগিয়ে যাক।

মোঃ এমদাদুল হক বলেন,সেভ সুনামের সাথে বিগত কয়েক বছর ধরে দেশ ব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও সেভ এর টিম নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করছে। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এ দিনটি প্রতিবছর উদ্‌যাপন করা হয়  এবং এই অহিংস আন্দোলন এমন পর্যায়ে নিয়ে গেছে যা এখন বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে।

কো প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি তাদের বক্তব্যে  বলেন, সহিংসতাকে বর্জন করি অহিংসা তাকে ধারণ করি, শান্তির বাংলাদেশ গড়ি।
 
উল্লেখ্য, ২০০৪ সালে জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করে। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এ দিনটি প্রতিবছর উদযাপন করা হয়।