জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে। সে উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর এলাকার বাসিন্দা আল-আমিনের স্ত্রী রেবেকা সুলতানা রিক্তা (৩৬)।
তিনিদেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
রবিবার (১অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসি সুত্রে জানা যায়, চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা দুপুর ১টায় বিরতির সময় তার ৪ মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান কারানোর জন্য অটোরিকশা করে নিজ বাড়িতে আসছিলেন।
বাড়ির কাছাকাছি অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে অন্য একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দিলে সে মারাত্ম ভাবে আহত হন।
এ সময় স্থানীয়রা এবং বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অটোরিকশার ধাক্কায় একজন স্কুল শিক্ষিকার নিহতের খবর শুনেছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।