Login





Register

muktoprovat
English Edition
Image

সিরাজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরের পানিতে। রোববার সকালে গুরুদাসপুরের নাজিরপুর নতুনপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত বৃদ্ধ মানশিক ভারসাম্যহীন হওয়ায় এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে— নিহত সিরাজুল উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর পূর্বপাড়া গ্রামের মৃত সিফাত মাস্টারের ছেলে। শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন সিরাজুল।

রোববার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর নতুন পাড়ার বাসিন্দা চাল ব্যবসায়ী রাশিদুল ইসলামের পুকুরের কিনারে লাশটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। এরপর পুলিশে খবর দেন। 

পরিবারের লোকজনের দাবি, সিরাজুল ইসলাম বয়োবৃদ্ধ মানুষ। মানশিক ভারসাম্যহীন হওয়ায় প্রায়শই বাড়ি থেকে হারিয়ে যেতেন। সবশেষ ুশনিবার দুপুর থেকে আগের মতো আবারো নিখোঁজ হন। 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, নিহত বৃদ্ধ সিরাজুল ইসলাম মানশিক ভারসাম্যহীন হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। একারণে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে থানায় অমৃত্যু মামলা রুজু করা হয়েছে।