Login





Register

muktoprovat
English Edition
Image

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাজুপাড়া বিলে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

তবে মাটি উত্তোলনের কাজে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি এক্সক্যাভেটর মেশিন (ভেকু) পাওয়া যায়।

চারটি ভেকু জব্দ করে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের জিম্মায় প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

৬ নং ওয়ার্ডের, যেখানে অভিযান পরিচালিত হয়, ইউপি সদস্যকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হলেও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আসেন নি। মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পুঠিয়া থানা পুলিশের সদস্যগণ।

ইতিপূর্বে একই স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভেকুর ৬টি ব্যাটারি জব্দ করা হয় যা নিরাপদ হেফাজতে রক্ষিত আছে।