তৃণমুলের কর্মী থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের কৃতি সন্তান মো: সাবিত রহমান।
সদ্য ঘোষিত শুক্রবার (২৪ আগষ্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৫৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের পাশাপশি বিএনপির নেতাকর্মীরা মন্তব্য করেন সাবিত রহমানকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে অন্তভুক্ত করে তৃণমূলকে মূল্যায়ন করা হয়েছে।
তার মূল্যায়নে তৃণমূলকে আরো শক্তিশালী হবে বলে মনে করছেন বিএনপির নেতবৃন্দ। ছাত্রদল নেতা সাবিত রহমান নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌরসদরের গাড়িষা পাড়া মহল্লার শফিকুল ইসলামের ছেলে।