আজ এ বছরের একুশে পদক দেওয়া হচ্ছে। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন।
এর আগে ৪ ফেব্রুয়ারি ২০২১ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিককে এ বছর একুশে পদক দেওয়া হচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর ভাষা আন্দোলনে তিন জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিন জন, শিল্পকলায় সাত জন, ভাষা ও সাহিত্যে তিন জন, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, অর্থনীতি ও সমাজসেবায় এক জনকে একুশে পদক প্রদান করা হবে।
ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার মরণোত্তর একুশে পদক পাচ্ছেন—মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক, অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ।
শিল্পকলায়—কণ্ঠশিল্পী পাপিয়া সারোয়ার, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দ্যোপাধ্যয় (আবৃত্তি), পাভেল রহমান (আলোকচিত্র)।
মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) পদক পাচ্ছেন। সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার সাহা, শিক্ষায় বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মীর্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদক পাচ্ছেন কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।
‘স্বর্ণ রফতানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার’
rasel ২২/১০/২০২০ ৩:৩২:০০ PMকারাবাখে ১১১৯ আর্মেনীয় যোদ্ধা নিহত
rasel ২৯/১০/২০২০ ৫:২৬:২৫ PMতিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি ২১ জনের মৃত্যু
rasel ২০/১০/২০২০ ১০:৩৫:০৮ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PMদ্রব্যমূল্য অস্বস্তি বাড়াচ্ছে
rasel ২২/১০/২০২০ ৩:২১:৩৬ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PM