লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ড্রাগনবল মোংলা বন্দরে ভিড়েছে। বাংলাদেশের চলমান মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল যন্ত্রাংশ নিয়ে এসেছে এই জাহাজ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে েএটি দ্বিতীয় চালান। আজ শুক্রবার (৫ আগস্ট) বিকালে মোংলা সমুদ্রবন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৭ নম্বর বয়ায় এই জাহাজটি নোংড় করে।
জাহাজটির গভিরতা বেশি হওয়ায় আজ শুক্রবার ওই চ্যানেলই কিছু পন্য খালাস করা হবে। এতে জাহাজটি কিছুটা হালকা হলে আগামীকাল শনিবার (৬ আগস্ট) বিকালে ৯ নম্বর জেটিতে আনা হবে।
এর শনিবার সন্ধা থেকে আবারো জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে।