অবিশ্বাসের দেনায় পরম বিশ্বাস হবো। অসাড় শরীরে হবো তুমুল স্পর্শ। শীতের তীব্রতায় উষ্ণ পরশ হবো। পিপাসায় শুকিয়ে যাওয়া ওষ্ঠের অস্থির চুম্বন হয়ে ঠোঁট ভিজাবো।
যদি তুমি আমার হও
আমি তোমার হবো।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে
তোমাতে মিশে রবো।
তোমার ডাগর চোখের
চাহনি হবো,
তোমার বাগানে
ফুল হবো ;
হাত টান অভাবে
খুচরো পয়সা হবো।
অবিশ্বাসের দেনায়
পরম বিশ্বাস হবো।
অসাড় শরীরে হবো
তুমুল স্পর্শ।
শীতের তীব্রতায়
উষ্ণ পরশ হবো।
পিপাসায় শুকিয়ে যাওয়া
ওষ্ঠের অস্থির চুম্বন হয়ে
ঠোঁট ভিজাবো।
তোমার ইচ্ছে রং তুলির
ক্যানভাস হবো।
প্রখর দারুণ দিনে
দমকা হাওয়ায়
শীতল বাতাস হবো।
তোমার বিনিদ্র রাতে
স্থাবর ভালোবাসার
স্বাক্ষর হবো,
একান্ত প্রহরে
আদরের চাদর হবো।
জীবন সাথী
আর ভালো একজন
বন্ধু হবো প্রেয়সীতমা।
‘স্বর্ণ রফতানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার’
rasel ২২/১০/২০২০ ৩:৩২:০০ PMকারাবাখে ১১১৯ আর্মেনীয় যোদ্ধা নিহত
rasel ২৯/১০/২০২০ ৫:২৬:২৫ PMতিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি ২১ জনের মৃত্যু
rasel ২০/১০/২০২০ ১০:৩৫:০৮ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PMদ্রব্যমূল্য অস্বস্তি বাড়াচ্ছে
rasel ২২/১০/২০২০ ৩:২১:৩৬ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PM