দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দিতে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের জন্য ডেমোক্র্যাটদের চাপের মুখে রয়েছেন।
হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি এক চিঠি দিয়ে ক্যাপিটল হিলে হামলার পর দায়িত্ব পালনে অযোগ্য হওয়ায় সংবিধানের ২৫তম সংশোধনী অনুসারে ট্রাম্পের অভিশংসনের আহ্বান জানিয়েছিলেন।
এর প্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে পদ থেকে সরিয়ে দিতে ২৫তম সংশোধনীর আহ্বান জানাবেন না।
সংশধোনীর প্রস্তাব প্রত্যাখ্যান করে পেন্স বলেছেন, এই দাবি থেকে আমাদের সরে আসতে হবে। এই মুহূর্তে এমন আবেগ দেশকে আরও বিভক্ত করবে এবং অশান্তি সৃষ্টি করবে।
তিনি, ২৫তম সংশোধনীটি করা হয়েছিল প্রেসিডেন্টের অক্ষমতা দূর করতে। কিন্তু হাউস রিপ্রেজেন্টেটিভ এটাকে রাজনৈতিক গেমস হিসেবে দেখছে। এই দাবি পূরণ হবে না।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে গত সপ্তাহেই ভয়াবহ ওই তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থকরা।
অনেকের মতে, মার্কিন গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত ভবনটির ভেতরে যেভাবে এ সহিংসতা চালানো হয়েছে সেটি ছিল নজিরবিহীন। এই সহিংসতায় এক পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হন।
এই হামলার উসকানি দেওয়ার অভিযোগেই ট্রাম্পকে অভিশংসনের দাবি উঠে। এমন পরিস্থিতিতেই অভিশংসন প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা।
আজ বুধবার (১৩ জানুয়ারি) ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিশংসন প্রস্তাবে ভোটাভুটি করবে।
প্রতিনিধি পরিষদের ওই ভোটাভুটিতে প্রস্তাবটি পাস হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
এনডিটিভি বলছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সংশোধনী প্রয়োগে রাজি না হন তাহলে অভিশংসন আইন প্রণয়নের প্রক্রিয়া তৈরির দিকে অগ্রসর হতে হবে।
ন্যান্সি পেলোসি তার চিঠিতে জানান, আমরা জরুরি ভিত্তিতে কাজ করব, কারণ এই প্রেসিডেন্ট আসন্ন হুমকির প্রতিনিধিত্ব করছেন।
তার উৎসকানিতে গণতন্ত্রের ওপর চলমান হামলার ভয়াবহতা তীব্র আকার ধারণ করেছে এবং তাই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া দরকার।
সর্বশেষ সংবাদ :
জনপ্রিয় ক্যাটাগরি :
আন্তর্জাতিক‘স্বর্ণ রফতানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার’
rasel ২২/১০/২০২০ ৩:৩২:০০ PMকারাবাখে ১১১৯ আর্মেনীয় যোদ্ধা নিহত
rasel ২৯/১০/২০২০ ৫:২৬:২৫ PMতিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি ২১ জনের মৃত্যু
rasel ২০/১০/২০২০ ১০:৩৫:০৮ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PMদ্রব্যমূল্য অস্বস্তি বাড়াচ্ছে
rasel ২২/১০/২০২০ ৩:২১:৩৬ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PM