চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাম অটোরিক্সা (ইজি বাইক) মালিক-চালক শ্রমিক সমিতি চুয়াডাঙ্গা-যশোর ভায়া জীবননগর মহা সড়ক অবরোধ বিক্ষোভ মানববন্ধন করেছে।
যাত্রীবাহি অটোরিক্সা চুয়াডাঙ্গা জেলা শহরে ঢুকতে না দেওয়া, অটোরিক্সা ভাংচুর ও চালকদের মারধোরের প্রতিবাদে ও সুষ্ঠ সমাধানের জন্যব এই আন্দোলন করা হয়েছে।
আজ বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত এই আন্দোলন হয়।
সংবাদ পেয়ে আইনশংখলা বাহীনি ও এক জন নির্বাহী ম্যা জিষ্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে নির্বাহী ম্যা জিষ্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা (এসি ল্যাআন্ড) সুদীপ্ত কুমার সিংহ মোবাইলে জেলা প্রশাসককে বিষয়টা অবগত করান।
এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য ৫ নেতৃবৃন্দকে নিয়ে তিনার কার্যালয়ে যাওয়ার জন্য্ বলেন। পরে এসিল্যা ন্ড জেলা প্রশাসকের কথাটটা জানিয়ে অবরোধ তুলে নেওয়াও জন্যও বলেন। জেলা প্রশাসকের কথায় আশ্বস্থ হয়ে অবরোধ তুলে সড়ক ছেড়ে সড়কের দুধারে তারা মানববন্ধন করে।
দুপুর দুইটার দিকে আন্দোলনকারীরা দামুড়হুদা শেখ রাসেল স্টেডিয়ামে সমাবেশ করেন, সমাবেশে বক্তব্যু রাখেন সভাপতি ইয়ামিন হোসেন, সেক্রেটারী তরিকুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যায়ন ও আব্দুল ওয়াদুদ শাহ্ কলেজের বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শরিফুল আলম মিল্টন প্রমুখ।
জেলা প্রশাসকের সাথে আলোচনা শেষে মালিক-চালক শ্রমিক সমিতির সভাপতি ইয়ামিন হোসেন, সেক্রেটারী তরিকুল ইসলাম ছোটন জানান, আমরা জেলা প্রশাসকের ডাকে সাড়া দিয়ে আলোচনায় বসেছিলাম। আলোচনা ফলোপ্রসু হওয়ায় দুপুর একটার দিকে আমাদের আন্দোলন আপাতোত সমাপ্ত ঘোষনা করেছি।
দামুড়হুদা উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা (এসি ল্যান্ড) সুদীপ্ত কুমার সিংহ জানান, ডিসি স্যা রের সাথে মালিক-চালক সমিতির নেতৃবৃন্দর ফলপ্রসু আলোচনা হয়েছে।
সর্বশেষ সংবাদ :
জনপ্রিয় ক্যাটাগরি :
আন্তর্জাতিক‘স্বর্ণ রফতানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার’
rasel ২২/১০/২০২০ ৩:৩২:০০ PMকারাবাখে ১১১৯ আর্মেনীয় যোদ্ধা নিহত
rasel ২৯/১০/২০২০ ৫:২৬:২৫ PMতিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি ২১ জনের মৃত্যু
rasel ২০/১০/২০২০ ১০:৩৫:০৮ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PMদ্রব্যমূল্য অস্বস্তি বাড়াচ্ছে
rasel ২২/১০/২০২০ ৩:২১:৩৬ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PM