চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি একপ্রেস বিজ্ঞপ্তি জানান, তিনার সার্বিক দিক-নির্দেশনায় গত ২১ ফেব্রুয়ারি রোববার থেকে ২৭ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত একসপ্তাহে ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ২৯২ টাকার সোনার বার ও বিভিন্ন মাদকসহ ৪ জন চোরাচালীকে আটক করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন (বিজিবি) গত একসপ্তা সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ২৯২ টাকার সোনার বার ও বিভিন্ন মাদকসহ ৪ জন চোরাচালীকে আটক করেছে।
চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি একপ্রেস বিজ্ঞপ্তি জানান, তিনার সার্বিক দিক-নির্দেশনায় গত ২১ ফেব্রুয়ারি রোববার থেকে ২৭ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত একসপ্তাহে ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ২৯২ টাকার সোনার বার ও বিভিন্ন মাদকসহ ৪ জন চোরাচালীকে আটক করেছে।
তিনি আরও জানান, আটককৃত মালামালের মধ্যে রয়েছে, সোনার বার ২ কেজি ৪১৬ গ্রাম, ২৫১ বোতল ফেন্সিডিল, ২১ কেজি গাঁজা, ১০৯ বোতল মদ, ০৪ গ্রাম হেরোইন, বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ঔষধ, মোবাইল ফোন, নগদ টাকা ইত্যাদি।
একই সময় বিজিবি সদস্যরা ৪ জন জন চোরাচালীকে আটক করেছে।
আটককৃত মালিক বিহীন চোলাচালানী মালামাল দর্শনা কাস্ট¤স অফিসে জমা করা হয়েছে এবং মালিকসহ আটককৃত চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্যসহ দর্শনা ও মেহেরপুর থানায় আসামীদের হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।