চুয়াডাঙ্গায় আঁখ বোঝাই পাওয়ার ট্রলির চাপায় রিজভী (৪) নামে এক শিশু মারাগেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রিজভী সদর উপজেলার দর্শনা থানার কৃষ্ণপুর গ্রামে মুজিবপাড়ার ওসমান গনির ছেলে। লাশের মরদেহ ময়নাতদন্ত জন্য শেষে দুপুর দুই টার দিকে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্থান্তর করে পুলিশ।
স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানায়, আজ (শুক্রবার ১৯ ফেব্রুয়ারী) সকালে রিজভী ও তার বন্ধুরা বাড়ির সামনে রাস্তার ধারে খেলা করছিল। এমন সময় দ্রুতগতিতে দর্শনা চিনি কলে আঁখ নিয়ে যাচ্ছিলো একটি পাওয়ার ট্রলি।
পাওয়ার ট্রলিতে আখ যেতে দেখে রিজভী ও বন্ধুরা দ্রুতগামী ওই পাওয়ার ট্রলি থেকে আঁখ টেনে বের করে নিতে গেলে ঘটে বিপত্তি। পাওয়ার ট্রলির চাকার নিচে পড়ে মারাতœক জখম হয় রিজভী । তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাকিল আর সালাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় শিশুটি।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর পাওয়ার ট্রলিটি আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে এর চালক। শিশুটির মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দুপুরে হস্থান্তর করা হয়েছে।
‘স্বর্ণ রফতানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার’
rasel ২২/১০/২০২০ ৩:৩২:০০ PMকারাবাখে ১১১৯ আর্মেনীয় যোদ্ধা নিহত
rasel ২৯/১০/২০২০ ৫:২৬:২৫ PMতিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি ২১ জনের মৃত্যু
rasel ২০/১০/২০২০ ১০:৩৫:০৮ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PMদ্রব্যমূল্য অস্বস্তি বাড়াচ্ছে
rasel ২২/১০/২০২০ ৩:২১:৩৬ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PM