কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরীক্ষা চলমান রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্যের সামনে শিক্ষার্থীরা রুটিন হয়ে যাওয়া পরিক্ষা নিয়ে নেওয়ার দাবিতে মানবন্ধন করেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মোহদয় এবং সকল অনুষদের ডিন।
এই সিদ্ধান্তে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫৮টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আটকে গেছে। এতে ফের ভয়াবহ সেশনজটের কবলে পড়তে যাচ্ছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সর্বত্র স্বাভাবিক চলাচল থাকলেও হঠাৎ করেই চলমান পরীক্ষা বন্ধ করা অযৌক্তিক। অন্তত রুটিন প্রকাশ হওয়া কোর্সের পরীক্ষাগুলো নিতে হবে।
বিপরীতে দুনীয়ার সব কাজ চলে,শুধু বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি পরীক্ষা দিবে তাতেও সমস্যা।শিক্ষার্থীদের জীবনের এতোগুলো সময় কেড়ে নিয়ে হতশায় নিমজ্জিত করবেন না।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে পরীক্ষা স্থগিত করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”